তানভীর দিপু:
১৭
বছর এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরও ধানের ছড়া থেকে একটি ধানও সরাতে
পারেনি কেউ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী
আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বেগম জিয়াকে জেলে, তারেক জিয়াকে পঙ্গু করে,
আমাদের মত যারা আছি তাদেরকে ঘরে ঘুমাতে না দেয়া, মাঠ পর্যায়ে সমর্থক
গোষ্ঠীকে পর্যন্ত মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজতে পাঠানো। ১৭ বছরে আমি নিজেই
কয়েক শ' মামলার মুখোমুখি হয়েছি- আপনারা আসামী হয়েছেন, আমি দেখভাল করেছি।
এত বছর এভাবে নির্যাতন করে তারা ভেবেছিল বিএনপিকে ধ্বংস করে দিবে। ওয়ার্ড
পর্যায়ে কমিটি দিতে গেলেও সবার নামে গড় পরতা মামলা দিয়ে দিয়েছে। তার কারণে
আমাদের ইচ্ছা থাকার সত্বেও জনগণের নিরাপত্তার চিন্তা করে আমরা ওয়ার্ড
কমিটির গঠন করি নাই। কিন্তু বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন আগে ওয়ার্ড কমিটি হবে তারপর ইউনিয়ন পর্যায়ের
কমিটি হবে তারপর উপজেলা কমিটি হবে।
তিনি শুক্রবার বিকেলে কুমিল্লা সদর
উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদর উপজেলা
বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা
যুবদলের আহবায়ক আনোয়ারুল হকসহ অন্যান্যরা।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন আরো
বলেন, এত বছর যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি তারপরও এখনো বলতে পারছি
এখনো বাংলাদেশের ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য দাঁড়িয়ে আছে।
নির্বাচন যদি হয় আমি বিশ্বাস করি ক্ষমতায় আসবে বিএনপি। আপনারা বিএনপিকে ভোট
দেবেন। কারণ আপনারা জানেন। উদাহরণস্বরূপ বলতে পারি, বিএনপি ক্ষমতায় আবারও
বিধবা ভাতা চালু করবে। আগের সরকারের মতো তাদের ভাতা অন্য কেউ খেয়ে ফেলবে
না। অথবা সঠিক মানুষকে বাদ দিয়ে বেঠিক মানুষকে দিয়ে দেবে না। এজন্যই ওয়ার্ড
কমিটিগুলো দরকার। চাহিদা সম্পন্ন সঠিক মানুষগুলোকে খুঁজে বের করার জন্য।