বাংলাদেশ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটিএম মোহাম্মদ
মাসুম বলেন, বিগত ৫৪ বছরের রাষ্ট্র পরিচালনা হলেও মানুষের অধিকার
প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এবং বৈষম্য দূর হয়নি। বরং
রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে জুলুম,নির্যাতন বৈষম্যের সৃষ্টি হয়েছে।
বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। শান্তির নামে অশান্তির সাম্রাজ্য গড়ে
উঠেছে। যখন যারা ক্ষমতায় বসেছে তারা তাদের স্বার্থে আইন তৈরি করে দুর্নীতি,
সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচার, দখলদারিত্বের পথ তৈরি করেছে।
রাষ্ট্রের নাগরিকদের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে জনগণকে দাসে পরিণত করা
হয়েছে। ছাত্রজতার আন্দোলনে নতুন বাংলাদেশে। জনগণ আর ভুল করবে না। আগামী
নির্বাচনে আগামী নির্বাচনে খুনি, লুটেরা, সন্ত্রাসী,ফ্যাসিস্টদের জনগণ
প্রত্যাখ্যান করবে।
গতকাল শনিবার বিকালে কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড
জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সভায় প্রধান অতিথি বক্তব্য
তিনি এ কথা বলেন।
এটিএম মাসুম আরো বলেন, মানুষের তৈরি আইনে আবারো যারাই
সরকার গঠন করবে তারা দেশ ও জনগণের জন্য কিছুই করবে না, করতে পারবে না।
অতীতের মত নিজ দল ও নিজেদের জন্যই সবকিছু করবে। সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ,
পুঁজিবাদ নামক যত মতবাদ এগুলো মানুষের তৈরি। এসব মতবাদ আদর্শ হিসেবে গ্রহণ
করলে ঈমানের দাবি পূরণ হবে না। ঈমানের দাবি পূরণের জন্য ইসলামের বিধান এবং
রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করার আহব্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি
বলেন-কুরআন এবং সুন্নাহর আইন ছাড়া, মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ
সাধিত করতে পারে না।বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন এবং সুন্নাহর আলোকে
একটি কল্যাণকর রাস্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।এতেই জমিনে আল্লাহর আইন
প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য
রাখেন,কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান,মহানগর যুব
বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য
অধ্যক্ষ মজিবুর রহমান।শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম।
৩নং ওয়ার্ড
জামায়াতের আমীর মাওলানা মো.মুহিবুর রহমান এর সভাপতিত্বে মাওলানা আল-আমিন
শিল্পীর পরিচালনা এসময় উপস্থিত ছিলেন,জামায়াত নেতা সাইফুল ইসলাম,আব্দুল
কাদের খান,মোস্তাফিজর রহমান,মাওলানা ওমর ফারুক,তাজমুল হক,আবু জাহিদ প্রমুখ।