রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫ কক্ষে সম্বনয়হীনতা
সাঈদ হাসান, কুবি
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২০.০৪.২০২৫ ১:৪২ এএম |


  ‘সি’ ইউনিটের  ভর্তি পরীক্ষায় ৫ কক্ষে সম্বনয়হীনতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৫ টি কক্ষে বিভাগ পরিবর্তনের প্রশ্ন না দিয়ে অন্য বিভাগের ভুল প্রশ্ন দেওয়া হয়। পরে আবার ৪০ মিনিট পর নতুন প্রশ্ন দেওয়া হয়।
জানা যায়, কুবি কেন্দ্রের সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০৮, ৪০৯, ৫০১, ৫০২ ও হল রুমে এই ঘটনা ঘটে। যেখানে ব্যবসায় অনুষদের পরীক্ষার্থীরা ছিল। কিন্তু তাদেরকে বিভাগ পরির্বতনের 'বি' ইউনিটের প্রশ্ন নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এছাড়াও 'সি' ইউনিটের ২ নং সেটের প্রশ্নে ৬১ নং সিরিয়ালের জায়গায় ৫১ নং লেখা হয়।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক আহসান উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভাগ পরিবর্তনের প্রশ্ন সবাইকে দিয়ে দেয়া হয়েছিলো কিন্তু শিক্ষার্থীরা যখন বললো এটা তাদের প্রশ্ন না তখন সাথেসাথেই আমরা প্রশ্ন পরিবর্তন করে নিয়েছি। এর জন্য একটু সময় বিলম্বিত হয়েছে।’
এ ভুলের দায়কে নিবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সামান্য ভুলের জন্য শিক্ষার্থীদের যেন অধিকার হরণ না হয় সেজন্য আমরা শিক্ষার্থীদেরকে বিলম্বিত সময়ের জন্য সমপরিমাণ এক্সট্রা সময় দিয়েছি।’
এবিষয়ে জানাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মাদ সুলেয়মান বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয়গুলো ইউনিট প্রধানের দায়িত্বের মধ্যে থাকে। পরীক্ষার পর আমরা প্রশাসনের সবাই এই বিষয়টি নিয়ে বসবে।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২