চৌদ্দগ্রাম
প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক
করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত কুড়াল, লোহার পাইপসহ দেশীয়
বিভিন্ন অস্ত্র এবং একটি সিএনজি জব্দ করা হয়। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
আটককৃতরা
হলো; সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার জয়নব আলীর ছেলে মোঃ শরিফ, লালমাইর
থানার বাগমারা গ্রামের রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন ও পূর্ব অশোকতলা
গ্রামের গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ সৈকত।
থানা সূত্রে জানা যায়,
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারের সামনে ঢাকামুখী
লেনে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল
উদ্দিনের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই নিমাই চন্দ্র ও লিটন চাকমার নেতৃত্বে
পুলিশের একটি টহল টিম ডাকাত দলকে ধাওয়া করে।
একপর্যায়ে ডাকাতদের সিএনজি মহাসড়ক থেকে পৌর এলাকার সোনাকাটিয়ার হামিদ আলীর বাড়ির গেইটের সাথে গিয়ে ধাক্কা লাগে।
এ
সময় ৩ জন পালিয়ে গেলেও অপর ২ জনকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়।
তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে স্থানীয় জনগণের হেফাজত থেকে আহত
অবস্থায় উদ্ধার করে। সংবাদ প্রাপ্তির ভিত্তিতে অপরজনকে আহত অবস্থায়
সোনাকাটিয়া গ্রামস্থ স্থানীয় জনগণের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায়
পালিয়ে যাওয়া দুই ডাকাত মোঃ রাসেল ও ফয়সাল এবং আটককৃত তিন ডাকাতসহ ৩১ জনকে
আসামীকরে নাম একটি মামলা হয়েছে।