রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ১:৩১ এএম আপডেট: ২০.০৪.২০২৫ ১:৪২ এএম |


  ডাকাতির  প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত কুড়াল, লোহার পাইপসহ দেশীয় বিভিন্ন অস্ত্র এবং একটি সিএনজি জব্দ করা হয়। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
আটককৃতরা হলো; সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার জয়নব আলীর ছেলে মোঃ শরিফ, লালমাইর থানার বাগমারা গ্রামের রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন ও পূর্ব অশোকতলা গ্রামের গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ সৈকত। 
থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারের সামনে ঢাকামুখী লেনে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিনের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই নিমাই চন্দ্র ও লিটন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ডাকাত দলকে ধাওয়া করে। 
একপর্যায়ে ডাকাতদের সিএনজি মহাসড়ক থেকে পৌর এলাকার সোনাকাটিয়ার হামিদ আলীর বাড়ির গেইটের সাথে গিয়ে ধাক্কা লাগে। 
এ সময় ৩ জন পালিয়ে গেলেও অপর ২ জনকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে স্থানীয় জনগণের হেফাজত থেকে আহত অবস্থায় উদ্ধার করে। সংবাদ প্রাপ্তির ভিত্তিতে অপরজনকে আহত অবস্থায় সোনাকাটিয়া গ্রামস্থ স্থানীয় জনগণের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই ডাকাত মোঃ রাসেল ও ফয়সাল এবং আটককৃত তিন ডাকাতসহ ৩১ জনকে আসামীকরে নাম একটি মামলা হয়েছে।



















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২