রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
মুরাদনগরে জনসভায় কায়কোবাদ
ডিসেম্বরের মধ্যেই শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি
জহির শান্ত:
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২০.০৪.২০২৫ ১:৪৩ এএম |


ডিসেম্বরের মধ্যেই শান্তিপূর্ণ  নির্বাচন চায় বিএনপি  দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি এবং সেটি ডিসেম্বর মধ্যেই আয়োজনের জন্য অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 
শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন বিএনপি'র আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। উপজেলার বাঙ্গরাজারের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় কায়কোবাদ আরো বলেন, দীর্ঘ বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে আল্লাহর রহমতে ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় হয়েছে। এখন আমাদেরকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল পরিমাণ জন সমর্থন নিয়ে সরকার গঠন করবে। বিএনপি চায় আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই যেন এ নির্বাচন আয়োজন করা হয়। 
মুরাদনগরে আওয়ামী লীগকে পূণরায় প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে কায়কোবাদ বলেন, যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তা সফল হবে না, হতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধু করুন। মুরাদনগর এর সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পূণর্বাসনের চেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন-নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা।
কায়কোবাদ বলেন, ইদানিং লক্ষ্য করছি ছাত্রদের নামে অনেকই উশৃঙ্খল করছে। যারা প্রকৃত ছাত্র তারা কখনোই উশৃংখল আচরণ করতে পারে না। আমার প্রকৃত ছাত্র ভাইয়েরা লেখাপড়ায় ব্যস্ত। তারা পড়ালেখাড়া করে একদিন বড় হবে। এমপি হবে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে। ছাত্রদের নামে গুটিকয়েক মানুষ উশৃংখলতা করছে।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল সম্পর্কে তিনি বলেন, নতুন পার্টি করা ব্যক্তিরা যদি নির্বাচন করতে চান সুষ্ঠু ও সুন্দর ভাবে করেন। আমি যদি নির্বাচন করি তাদের প্রার্থীকে মঞ্চে তুলে কথা বলার সুযোগ দেবো। 
তিনি বলেন, ছাত্ররা আমাদের মাথার তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদের গর্ব। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন। মুরাদনগরবাসী, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয়।
তিনি নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সুরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর,জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন। 
মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর মো.শাহাজান। আলহাজ্ব শামসুল হকের সহধর্মিণী বেগম জাহানারা হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, ফারুক সরকার মজিব, নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ,সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসানসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।























সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২