প্রায় সাড়ে সাত মাস পর (২২০
দিন) পৃথিবীর কক্ষপথে কাটানোর পর সফলভাবে পৃথিবীর মাটিতে অবতরণ করেছেন
রাশিয়ার মহাকাশ বিজ্ঞানী অ্যালেক্সি অভচিনিন, ইভান ওয়াগনার ও
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড পেটাইট।
রবিবার (২০ এপ্রিল) রাশিয়ার মহাকাশযান
সইয়োজ এমএস-২৬ এ চড়ে কাজাখস্তানের জেজকাজান অঞ্চলে অবতরণ করেন। তারপর তাদের
মেডিকেল পর্যবেক্ষণে নেওয়া হয়।
সফলভাবে তাদের মাটিতে অবতরণের এ সংবাদটি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা
সংস্থা ‘নাসা’। সংস্থাটি তাদেরকে সফলতার জন্য অভিনন্দন জানায়।
এই তিন
মহাকাশচারী ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মহাকাশে পৌঁছান। নাসার তথ্যমতে,
সেখানে তারা পৃথিবীর কক্ষপথে থেকে পৃথিবীকে ৩ হাজার ৫২০ বার প্রদক্ষিণ
করেন। এ আবর্তনে তারা প্রায় ১৫ কোটি ১৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দেন। তাদের
মধ্যে ডোনাল্ড পেটাইট মহাকাশের কক্ষপথের থ্রি-ডি অর্থাৎ ত্রিমাত্রিক মডেল
নিয়ে গবেষণা করেন। পাশাপাশি মহাকাশে পানি, সেনিটেশন, গাছের বৃদ্ধি ও আগুনের
আচরণ নিয়ে গবেষণা করা হয়।
এবারের যাত্রায় ২২০ দিন কাটানোসহ ডোনাল্ড
পেটাইট মোট চারবার মহাকাশ ভ্রমণে ৫৯০ দিন, অ্যালেক্সি অভচিনিনের চারবারে
৫৯৫ দিন ও ইভান ওয়াগনার দু’বারে ৪১৬ দিন মহাকাশে অতিবাহিত করেন। তারা যে
মহাকাশযানে করে ফিরে আসেন, চলতি এপ্রিল মাসের শুরুতে সেটি নতুন করে রাশিয়ার
দু’জন ও যুক্তরাষ্ট্রের একজন মহাকাশবিজ্ঞানী নিয়ে মহাকাশে স্টেশনে গিয়েছে।
দুই
পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানান বিষয়ে দ্বন্দ্ব থাকলেও তারা
মহাকাশ গবেষণায় একে অপরকে সহযোগিতা করে। তবে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর
থেকে এ সহযোগিতা কমেছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে মহাকাশ
গবেষণা না করার কথা জানায় এবং রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্র: আল জাজিরা