চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; তার স্ত্রী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
রোববার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মানিক মিয়া বলেন, ঘোষবাড়ি গ্রামের রাস্তায় শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
মৃত মো. সালামত মিয়াজী (৫৫) বড় দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক।
তার স্ত্রী সেলিনা বেগম গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।
ইউপি
সদস্য মানিক মিয়া জানান, সালামত মিয়াজি ও তার স্ত্রী শনিবার বিকেলে মেয়ের
শ্বশুরবাড়ি ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে রাস্তার ঘোষবাড়ি সংলগ্ন
স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড় দেয়।
খবর পেয়ে
তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা
দিয়ে ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত
ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আইসিইউতে চিকিৎসাধীন।