কুমিল্লার
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সংগঠক নিজাম উদ্দিন আহমেদ দুলাল ইন্তেকাল
করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২০ এপ্রিল)
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে
তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লা নগরীর মোগলটুলী নিবাসী মরহুম জয়নাল
আবেদিনের দ্বিতীয় পুত্র, জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট
নাট্যশিল্পী নিজাম উদ্দিন দুলাল বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার
মৃত্যুতে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
নিজাম
উদ্দিন দুলালের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায়
সংরাইশ গাউছিয়া মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ
জোহর মোগলটুলী শাহ সুজা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা
হবে।