মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২
মুরাদনগরে ডাকাত সন্দেহে জোড়া খুন
আসামি গ্রেফতারে সহযোগিতাকরায় স্বাক্ষীসহ দু’জনকে কুপিয়ে জখম
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ২১.০৪.২০২৫ ২:১৫ এএম |

আসামি গ্রেফতারে সহযোগিতাকরায় স্বাক্ষীসহ দু’জনকে কুপিয়ে জখম
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে জোড়া খুনের ঘটনায় আসামি গ্রেফতার করতে সহযোগিতা করায় স্বাক্ষীসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মামলার বাদী ও স্বাক্ষীরা চরম আতংক ও উৎকন্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে।
জানা যায়, ২০২৩ সালের ১২ জানুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে শ্বশুর নাবু মিয়ার ঘর থেকে তার মেয়ের স্বামী ও দুই বন্ধুকে ধরে এনে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে নুরু মিয়া (২৮), পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৭) মারা যায়। এ ঘটনার ২৫ মাস পর কুমিল্লার সিআইডি পুলিশ গত বুধবার দুপুরে পালাসুতা গ্রামের আবদুল বারেকের ছেলে রবিউল হোসেন (৩৪) ও সুন্দর আলীর ছেলে পারভেজ মিয়াকে (২৫) গ্রেফতার করে। 
আসামী গ্রেফতারের পর থেকে জোড়া খুনের আসামী আলাউদ্দিন আলা, রশিদ চেয়ারম্যানের ছেলে মুর্শিদ, মৃত আবদুল খালেকের ছেলে দেলোয়ার ও জাকির ক্ষীপ্ত হয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের খুঁজতে থাকে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উক্ত জোড়া খুনের স্বাক্ষী পালাসুতা গ্রামের মৃত আম্বর আলীর ছেলে পল্লী চিকিৎসক আবুল হাসেম (৩৫) ও আবু তাহেরের ছেলে কায়েসকে (২৪) পালাসুতা জাহাঙ্গীর মার্কেটে পেয়ে তাদের উপর আক্রমন চালায়। হামলা কারীরা রামদা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে গুরতর আহত করে। শোর চিৎকার শুনে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামলার বাদী লিটন শিকদার জানান, যাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে তাদের অপরাধ তারা জোড়া খুনের আসামী গ্রেফতারে সিআইডি পুলিশকে সহযোগিতা করেছিল। আসামী গ্রেফতারের পর থেকে নিহত নুরু মিয়া ও ইসমাইল হোসেনের মতো বাদী ও স্বাক্ষীদের পরিনতি হবে বলে আসামীরা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
















সর্বশেষ সংবাদ
ঐকমত্য কমিশন-এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের তৃতীয় বৈঠক
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
কুমিল্লায় ৪ আইনজীবী কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২২ এপ্রিল
কুমিল্লায় ৪ আইনজীবী কারাগারে
কুমিল্লায় মধ্যরাতে আ’লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২