কুমিল্লা
ইপিজেডের বিষাক্ত বর্জ্য আগ্রাসন ও পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লা
বাঁচাও কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ এপ্রিল সকালে কুমিল্লা ইপিজেডের প্রথম গেইটের সামনে এ বিক্ষোভ
সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বাঁচাও কুমিল্লা মহানগর কমিটির সমাবেশে
প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য
মনিরুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এ বিক্ষোভ সমাবেশে যারাই
অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই তাদের পরিবেশ ও জীবন বাঁচাতে স্বেচ্ছায় এসেছেন।
তারা দীর্ঘদিন ইপিজেডের বিষাক্ত বর্জ্যে আগ্রাসনে ক্ষতিগ্রস্ত।
কুমিল্লা
ইপিজেডের অপরিশোধিত রাসায়নিক বর্জ্য নিষ্কাশনের পথ সিটি কর্পোরেশনের
খালের সাথে প্রবাহিত সংযোগ বন্ধ, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ৫৫ গ্রামের ৩ হাজার
পরিবারকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় ৫হাজার পরিবারকে ক্ষতিপূরণ
প্রদানের নির্দেশ রয়েছে। কিন্তু তা আজও পূরণ হয়নি। আমরা চাই দ্রুত
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া হোক।
একই দাবিতে কুমিল্লা
দক্ষিণ জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদের পক্ষে সভাপতি এড. মুহম্মদ আখতার
হোসাইন একটি চরমপত্র পাঠ করেন। তিনি বলেন, ইপিজেডের বর্জ্যরে কারণে
ক্ষতিগ্রস্ত কৃষক জনতার ক্ষতিপূরন প্রদানসহ সমস্যার স্থায়ী সমাধান না হলে
আগামী ৯০ দিনের পর ক্ষতিগ্রস্ত জনতা ইপিজেডের সকল প্রবেশ মুখে স্থায়ী
অবস্থান নিতে বাধ্য হইবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও
কুমিল্লা মহানগর কমিটি আহবায়ক এডভোকেট কাজী নাজমুস সাদাত ও সদস্য সচিব
নাসির উদ্দিন। সমাবেশে এসময় ক্ষতিগ্রস্ত জনতা উপস্থিত ছিলেন।