সোমবার ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:১৪ এএম |

পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ‘ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারের’ অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২০ এপ্রিল) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা এসব কথা বলেন। 

তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং গণঅভ্যুত্থানপন্থী প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। 


তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে ছাত্রদল এখন মিডিয়া ট্রায়ালে নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সদস্য হত্যাকাণ্ডে জড়িত নয়— এটি ভিডিও ফুটেজেই পরিষ্কার। 


সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাস্থলে উপস্থিত কিছু শিক্ষার্থীর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য যেমন ছিলেন, তেমনি ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অনুচিত বলেও মত দেন উমামা ফাতেমা।

তিনি বলেন, ছাত্রদলের বিভ্রান্তিকর প্রচার আসলে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন দমনের অপচেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তদন্ত হোক, যাতে প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে এবং নিরীহ কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। 

সংগঠনটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে এবং সরকারের প্রতি এসব ঘটনার দায় নেওয়ার আহ্বান জানায়। 

সম্মেলনের শেষদিকে সংগঠনটির নেতারা পারভেজ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে দেশের সব শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
চার দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণের নির্দেশ
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নিজামউদ্দীন দুলাল আর নেই
চাপ প্রয়োগ করে মুক্তিযোদ্ধা সংসদের জমি দখলে নেন সাবেক এমপি বাহার
ক্ষতিপূরণ চেয়ে ‘কুমিল্লা বাঁচাও’ কমিটির বিক্ষোভ সমাবেশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২