মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২
চার দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:২৭ পিএম |

চার দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টাচার দিনের সফরে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২২ ও ২৩ এপ্রিল আর্থানা সম্মেলনে যোগ দেবেন তিনি। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে।


প্রেস সচিব বলেন, এই সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে, সে জন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়, সে লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী তারা ২৩ এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। আশা করছি, সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাবো।


প্রেস সচিব জানান, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন।

তিনি আরও বলেন, কাতারে আড়াই ঘণ্টাব্যাপী রোহিঙ্গা ইস্যুতে বড় সম্মেলন আছে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন। এখানে রোহিঙ্গা নিয়ে সম্পৃক্ত অনেকেই থাকবেন। আমরা আশা করছি, অনেক সফল একটা মিটিং হবে। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ যে বড় সম্মেলন করতে যাচ্ছে সেটারই প্রস্তুতিসরূপ আমরা মনে করছি, বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা ইস্যু পুনরায় ফিরে আসবে। আশা করি, এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান পাবো। সফর শেষে ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকায় ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।

কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৪ আইনজীবী কারাগারে
কুমিল্লায় মধ্যরাতে আ’লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২২ এপ্রিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণের নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২