মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:২০ এএম |

প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকাদুই দিনের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরিপ্রতি ৪ হাজার ৭১৩ টাকা বৃদ্ধি করে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেটের দাম হবে ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে গত ১৯ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে দেশে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা। সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ হাজার ৫৮৬ টাকায়।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিনিয়োগ নিরাপদ রাখতে স্বর্ণের প্রতি চাহিদা বাড়ায় বাজারে মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস বাস্তবায়ন সভা অনুষ্ঠিত
ইসরায়েল-গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ
ট্রাম্পের কটূক্তির শিকার কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান, মার্কিন শেয়ারবাজার ও ডলারের পতন
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮
ঐকমত্য কমিশন-এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের তৃতীয় বৈঠক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল
কুমিল্লায় ৪ আইনজীবী কারাগারে
কুমিল্লায় মধ্যরাতে আ’লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ৮
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওএসডি
সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২