প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ পিএম |
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ ঝটিকা মিছিল দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের আট নেতাকর্মী। সোমবার (২১ এপ্রিল) রাত দেড়টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় তারা ঝটিকা মিছিল দেন। পরে রাতভর কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, ঝটিকা মিছিল শেষে দুই মিনিটের মধ্যেই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সটকে পড়েন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাদের ‘অবৈধ সরকার মানি না মানি না’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে,’ ‘আ ক ম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। উল্লেখ্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। পরে পুলিশ অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা এমপি বাহারের অনুসারী।
তারা হলেন- নগরীর চাঁদপুর এলাকার আলী আশরাফের ছেলে আরিফ, মোগলটুলির আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, ছোটরার মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে এ কে এম মনিরুজ্জামান ভূঁইয়া প্রকাশ কিশোর, সদর উপজেলার তৈলকুপী গ্রামের ফজলু মিয়া প্রকাশ টুকু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা।
কালিরবাজার ইউনিয়নের রাইচৌর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেন, বরুড়া থানার ঝলম গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচংয়ের বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন ও দেবিদ্বারের চাপানগর গ্রামের বালাই চন্দ্র সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা।
কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, গ্রেফতাররা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের ওয়ার্ড পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ লাইন্সে এবং আলেখারচর এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।