অতিরিক্ত
সময়ের প্রথমার্ধ শেষ। রেফারি সায়মন হাসান সানি দুই দলের অধিনায়ক ও
কর্মকর্তাদের ডাকলেন। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফ্লাডলাইট
নেই। ফলে পরের ১৫ মিনিট খেলা ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় রেফারি আজকের ফাইনাল
এখানে স্থগিত করেছেন। বাফুফের লিগ কমিটি ফাইনালের পরবর্তী অংশের দিন ও সময়
পরবর্তীতে নির্ধারণ করবে।
ঘরোয়া ফুটবলে আলোর স্বল্পতার জন্য খেলা না
হওয়ার ঘটনা সাম্প্রতিক অতীত কিংবা আগে কখনো শোনা যায়নি। আজ আকস্মিক ঝড়ের
জন্য খেলার মাঝে এক ঘণ্টার বিরতি ছিল। এজন্য ম্যাচটি আলোর স্বল্পতার মধ্যে
পড়ে যায়।
ঘরোয়া ফুটবল লিগে কয়েক বছরের মধ্যে অবশ্য দুই দিনে ম্যাচ
অনুষ্ঠিত হওয়ার ঘটনা আছে। সিলেটে শেখ রাসেল ও বসুন্ধরা কিংসের ম্যাচ দুই
দিনে হয়েছে বৃষ্টির জন্য। এ রকম আরো ঘটনা আছে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ
শেষ হওয়ার সময় কিংস দশ জনের দলে পরিণত হয়। ফয়সাল আহমেদ ফাহিম আবাহনীর
ফুটবলারকে পেছন থেকে অযথা লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। দশ জন নিয়ে
মিনিট তিনেক খেলার পরই রেফারি অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করার বাঁশি
বাজান।
এরপর আর খেলা শুরু না করে স্থগিত করেন। প্রতিপক্ষ কিংস দশ জনের
দল ছিল এজন্য আবাহনী খেলা স্থগিতের সিদ্ধান্তে নাখোশ ছিল। আবাহনীর
ম্যানেজার সত্যজিত দাশ রুপু এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশও করেন।