বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
আরাফাত রহমান কোকো স্মৃতি একাডেমি কাপ টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম |


চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি

সকল জলপনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি একাডেমি কাপ টুর্নামেন্ট এর ফাইনাল । গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথদত্ত স্টেডিয়ামে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমিকে ৬১ রানে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি
 দিনের শুরুতে প্রথমে ব্যাট করে ১৩৩ রান করে ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি, জবাবে টাইগার্স একাডেমি সবকটি উইকেটের বিনিময়ে ৭৭ রান করে পরাজয় বরণ করে নেয়। ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমির নিহাল ৩ উইকেট পেয়ে ম্যান অফ দি ফাইনাল নির্বাচিত হয়। ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমির নীলাদ্রি শেখর। সর্বোচ্চ রান অনুপ আর সর্বোচ্চ উইকেট নেয় আলামীন। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, এ সময়  উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহামুদ ওয়াসিম, মো. আল-মামুন সভাপিত  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা দক্ষিণ জেলা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর সভাপতি ও সাবেক ক্রিকেটার সাদাত হোসেন সানি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা, জেলা দলের ক্রিকেটার সাবেক রফিকুল ইসলাম সোহেল, আইনুল কবির সুজন, ইলিয়াস হোসেন ইমন, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেক জেমস প্রমুখ। 













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
বুড়িচংয়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২