মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
রূপসী বাংলা কলেজের যুগপূর্তি উৎসবের মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম |


রূপসী বাংলা কলেজের ১যুগপূর্তি  উৎসব উপলক্ষে মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার আজ উদ্বোধন হয়। কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  ১ যুগপূর্তি উৎসবের মাসব্যাপী অনুষ্ঠানমালার  উদ্বোধন করেন  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপসচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার, রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক মু.  ইফতেখার আলম ভূইঁয়া।  আমন্ত্রিত অতিথি ছিলেন রূপসী বাংলা কলেজ এর উপদেষ্টা অধ্যক্ষ মো. মনিরুজ্জামান,  আফতাব হোসেন নীলু,  রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর  সহ-সভাপতি মো ফখরুল ইসলাম,  সেক্রেটারী মো. ফরহাদ হোসেন মজুমদার,  কোষাধ্যক্ষ অধ্যাপক মিয়া মু. আকছির। আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ  আবদুল মোতালেব, শিক্ষক পরিষদের সম্পাদক মো মনজিল হোসেন, বিজ্ঞান বিভাগের ইনচার্জ  মো. আবু বকর সিদ্দিক,  মানবিক বিভাগের ইনচার্জ দিলসাধ আক্তার ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মো আনোয়ার হোসেন,  পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন, রূপসী বাংলা কলেজের পরিচালক মো. সফিউল আলম,মো. আবদুস সামাদ,  মো. মিজানুর রহমান, মো. তারেকুল আলম ভূইয়া, অধ্যাপক মো.নূরে আলম,  মো. জাফর আহমেদ, মো. আবদুর রব, ডা. মো. বশির উদ্দিন,  মো. সাজ্জাদ হোসেন, মো. আবু ইউসুফসহ অন্যান্য পরিচালক ও শিক্ষক মণ্ডলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন " রূপসী বাংলা কলেজ এর শিক্ষার্থীদের সাথে ১ যুগপূর্তি  উৎসব  অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দ অনুভব করছি। রূপসী বাংলা কলেজ  মানসম্মত শিক্ষা প্রদানে  ও ভালো ফলাফলের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এই আশা করছি। শুধু ভালো ফলাফলই নয় দুর্নীতি মুক্ত  ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দক্ষ  মানব সম্পদ  ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলবে। ১যুগপূর্তি  উপলক্ষে  মাসব্যাপী  সুন্দর আয়োজন সফল হোক সার্থক হোক এই প্রত্যাশা ব্যাক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
প্রধান অতিথির উদ্বোধন ঘোষণার পর প্রায় সাত শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, পরিচালকমণ্ডী ও শুভাকাঙ্ক্ষীদের  নিয়ে বর্ণাঢ্য র্য্যলি অনুষ্ঠিত হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ শেষে ১যুগপূর্তি অনুষ্ঠানের কেক কাটা হয় এবং মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
ক্যাপশন: রূপসী বাংলা কলেজে ১যুগপূর্তি উৎসব উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা শিক্ষাবোর্ড এর সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।  উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড এর উপ-সচিব মাছুম মিল্লাত মজুমদার,  অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া, কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে কৃষক ও ছাত্রসহ ৫ জনের মৃত্যু
ফাহাদের বাড়িতে শোকের মাতম
আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি - হাজী ইয়াসিন
কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের গু*লি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২