সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২
শাহরাস্তিতে দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও গোখাদ্য বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম |


শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও গোখাদ্য বিতরণ করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে প্রশাসন কমপ্লেক্স চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি  হিসেবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁদপুর  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্য বলেন,গত বছর প্রলয়ংকারী বন্যায় এই জনপদে ব্যাপক ক্ষতি হয়। ওই  ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পর্যায় প্রণোদনা দিয়ে আসছে।তারই ধারাবাহিকতায়  আজ এ জনপদের  প্রান্তিক পর্যায় অস্বচ্ছ অভাবী  ব্যক্তিদের মাঝে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এর সঠিক ব্যবহার করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউপির ১০ জন গোপালনকারীকে গোখাদ্য  (ফিড) সহায়তা দেওয়া হয়।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে ৪০ বান ঢেউটিন বিতরণ করা হয়।
একই সময় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের হাতে ক্যারামসেট, ক্রিকেটসেট,ফুটবল, দাবা, বলিবল, বাস্কেটবল ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, সুবিধাভোগী, বিশিষ্টজন উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
নাঙ্গলকোটের পৌর সাবেক মেয়র আব্দুল মালেককে দুদকে কার্যালয়ে তলব
চৌদ্দগ্রামে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি ও ১ জন বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৪৯.৭১ শতাংশ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২