বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
রাজাপাড়ায় মুন্সী ফারুক আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত
আবু সুফিয়ান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম |

রাজাপাড়ায় মুন্সী ফারুক আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত
শিক্ষা উদ্যোক্তা, সমাজ সংগঠক ও রাজনীতিবিদ মুন্সী ফারুক আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাজাপাড়া মুন্সী মহব্বত আলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। 
শুরুতে পবিত্র কোরআন থেকে অনুবাদসহ পাঠ করেন হাফেজ মো. ইকরাম হোসেন। শোক পাঠ করেন নবম শ্রেণির ছাত্রী মনিকা আক্তার, পরিবারের পক্ষে বক্তব্য রারাখেন মুন্সি আ. মমিন। সভাপতিত্ব করেন গোলাম মহিউদ্দিন শরীফ। স্মৃতিচারণ করেন সমাজকর্মী ওমর ফারুক চৌধুরী সুমন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসমাঈন হোসেন ধনু,সমাজকর্মী রাজনীতিবিদ আকবর হোসেন, মিজানুর রহমান মাস্টার, নোয়াপাড়া গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ, নেউরা সৈয়দপুর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলমগীর হোসাঈন, অধ্যাপক খলিলুর রহমান, কাজী আওলাদ হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হারুনুর রশিদ।
বক্তব্য রাখেন মুন্সী এম. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা, রাজাপাড়া মুন্সী মহব্বত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন, বিমানবন্দর মুন্সী ফারুক আহমেদ, কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান। শৈশব ও কর্মজীবন নিয়ে কথা বলেন, মুন্সী পাবেল আহমেদ, এড. শহিদুল হক স্বপন, মুন্সী জামাল হোসেন, মাহফুজা মতিন। অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আ.স.ম. রবের স্ত্রী তানিয়া রব। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজাপাড়ার বাসিন্দা সমাজকর্মী আলমগীর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, ভালো কর্মেই মানুষ বেঁচে থাকবে। এ কথাটি বলতেন মুন্সী ফারুক আহমেদ। তিনি স্কুল, কলেজেসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার কর্মের মধ্যে তিনি বেঁচে থাকবেন। তিনি রাজাপাড়াকে ভালোবাসতেন। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন। মানুষের কল্যাণে কাজ করেছেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল তিনি পবিত্র হজ্ব পালনের সময় মদিনায় মৃত্যু বরণ করেন। জান্নাতুল বাকীতে তাকে দাফন করা হয়।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
বুড়িচংয়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২