বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
নেশার টাকা নাপেয়ে মাকে কোপালো ছেলে
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:৪০ এএম আপডেট: ২৪.০৪.২০২৫ ২:০২ এএম |




 নেশার টাকা  নাপেয়ে মাকে  কোপালো ছেলে কুমিল্লার দেবিদ্বারে নেশার টাকা না পেয়ে নিজের মাকে কোপানোর অভিযোগে ইমন নামে এক মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। আটক ইমন (২৫) উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাতে মায়ের কাছে নেশার জন্য দুই হাজার টাকা চায় ইমন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে মায়ের মাথায় কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও তাকে থামাতে পারেনি। পরে ৯৯৯-এ ফোন করলে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এসময় মাদকাসক্ত ইমনকে ধরতে গিয়ে তার লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয় । 
আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় খোরশেদা বেগম বাদী হয়ে ছেলে ইমনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নেশার টাকার জন্য ছেলে মাকে কুপিয়েছে জানতে পেরে আমরা ঘটনাস্থল থেকে ইমনকে আটক করি এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে কোর্ট হাজতে চালান করেছি।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২