সাবেক ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পংকজ ভট্টাচার্য্যের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
কুমিল্লা ঐক্য ন্যাপের আয়োজনে গতকাল সন্ধ্যা ৭টায় ন্যাপ নেতা প্রয়াত জাকির হোসেনের বাসায় এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।
জেলা
ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা
ন্যাপ কমিউনিষ্টপার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য সচিব
বীরমুক্তিযোদ্ধা আঃ মমিন,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা
কমরেড আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আবদুল জবার,বীর মুক্তিযুদ্ধা শহিদুল্লা,
ঐক্য ন্যাপ কুমিল্লা সাধারণ সম্পাদক মোঃবশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক
দেলোয়ার হোসেন টুটুল ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ তাঁর আত্মার শান্তি
কামনা করেন।