শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:২৩ পিএম |

জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরে কুমিল্লার বাঘা শরীফ জয়ী হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে খেলা শেষ হয়। আর ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়েছিল এদিন বিকেলে। গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এ নিয়ে টানা দু’বার জয় লাভ করলেন বাঘা শরীফ।

এর আগে ১১৫তম আসরের ফাইনালে কুমিল্লার আরেক বলী মো. রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই বাঘা শরীফ। ওই সময় ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াই চলে দু’জনের মধ্যে। পরে একপর্যায়ে আর না পেরে রাশেদ নিজ থেকেই পরাজয় শিকার করে শরীফের হাত তুলে ধরেন। যে কারণে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।

আবদুল জব্বারের বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘি এলাকায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। এতে বাহারি সব পণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের নানা জেলার কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। রকমারি পণ্যের পসরা ছাড়াও রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নাগরদোলা। আর এ মেলা চলবে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১১৫ বছর আগে চট্টগ্রাম শহরের বদর পাতির বিশিষ্ট ব্যবসায়ী  মরহুম আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই বলি খেলা শুরু করেন। এরই ধারাবাহিকতায় সেই থেকে আজ পর্যন্ত প্রতিবছর ১২ বৈশাখ  এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে  থাকে। এবার বলি খেলার আসর হবে ১১৬ তম।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২