ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ ২ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের পর আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. পলাশ (৩০) ও মো. হেলাল মিয়া (৩৬)। আটককৃত দুজনের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।
আখাউড়া
থানার ওসি মো. ছমিউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের মসজিদ পাড়া ফায়ার সার্ভিস
এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি
করে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।