শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করতে হবে -সফিকুর রহমান
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৫৬ এএম |



মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি'র তৃণমূল কর্মীদের উৎসব মুখর ভোটে নেতা নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় হাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৈশাতুয়া ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।
এসময় তিনি বলেন -বিএনপি সকল সময় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে মূল্যায়ন করে। আর ভোটাধিকার হলো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। 
তিনি বলেন -আজকে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির কর্মীরা তাদের নেতা নির্বাচন করতে পেরেছেন। বিএনপিকে সুসংগঠিত করতে পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলা কর্মীরাও আজকের সম্মেলনে অংশ নিয়েছেন। তৃণমূলের এ সম্মেলনে মহিলা কর্মীদেরও ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। ভোট পেতে প্রার্থীদের কাছে দলের সাধারণ কর্মীদের কদর পরিলক্ষিত হয় চোখে পড়ার মতো।
আর এই প্রক্রিয়াটি দেশনায়ক ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৃণমূল বিএনপির জন্য প্রেরিত একটি উপহার। আজকের সম্মেলনে যারা বিজয়ী হয়েছেন আর যারা পরাজিত হয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আগামীদিনে বিএনপি'র পক্ষে কাজ করতে হবে। কেননা জয় পরাজয় মেনে নেওয়াও গণতন্ত্রের একটি শিষ্টাচার।
এতে প্রকৃত বিএনপির কর্মীদের উৎসব মুখর ভোটে ১নং ওয়ার্ডে সভাপতি পদে  আনোয়ার মজুমদার, সাধারণ সম্পাদক পদে সোবহান ২নং ওয়ার্ডে সভাপতি পদে  আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পদে  জাফর আহমেদ নির্বাচিত হয়েছেন। 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন। 
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাফর ইকবাল বাচ্চু,নাজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। এসময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২