মনোহরগঞ্জ
উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি'র তৃণমূল কর্মীদের উৎসব মুখর ভোটে নেতা
নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় হাজীপুরা সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে মৈশাতুয়া ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন
অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।
এসময় তিনি বলেন -বিএনপি সকল সময় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে মূল্যায়ন করে। আর ভোটাধিকার হলো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ।
তিনি
বলেন -আজকে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির কর্মীরা তাদের নেতা
নির্বাচন করতে পেরেছেন। বিএনপিকে সুসংগঠিত করতে পুরুষ কর্মীদের পাশাপাশি
মহিলা কর্মীরাও আজকের সম্মেলনে অংশ নিয়েছেন। তৃণমূলের এ সম্মেলনে মহিলা
কর্মীদেরও ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। ভোট পেতে প্রার্থীদের কাছে
দলের সাধারণ কর্মীদের কদর পরিলক্ষিত হয় চোখে পড়ার মতো।
আর এই
প্রক্রিয়াটি দেশনায়ক ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ
থেকে তৃণমূল বিএনপির জন্য প্রেরিত একটি উপহার। আজকের সম্মেলনে যারা বিজয়ী
হয়েছেন আর যারা পরাজিত হয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আগামীদিনে বিএনপি'র পক্ষে
কাজ করতে হবে। কেননা জয় পরাজয় মেনে নেওয়াও গণতন্ত্রের একটি শিষ্টাচার।
এতে
প্রকৃত বিএনপির কর্মীদের উৎসব মুখর ভোটে ১নং ওয়ার্ডে সভাপতি পদে আনোয়ার
মজুমদার, সাধারণ সম্পাদক পদে সোবহান ২নং ওয়ার্ডে সভাপতি পদে আবুল কাশেম ও
সাধারণ সম্পাদক পদে জাফর আহমেদ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান
অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মনোহরগঞ্জ
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন।
বিশেষ অতিথি
ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, মোহাম্মদ আলী
চেয়ারম্যান, মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির
সদস্য জাফর ইকবাল বাচ্চু,নাজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক
সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। এসময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও
সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।