মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে চারজনের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:০৫ এএম |


 দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে চারজনের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতিআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরীতে চারজনের হাত-পা বেঁধে দুর্র্ধষ ডাকাতির ঘটনায় ২৪ লাখ টাকা লুটসহ কোম্পানী থেকে এ্যালমুনিয়াম ভর্তি পিকাপ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 
লুট হওয়া মালামালসহ মিনি পিকাপ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এই ঘটনায় কোম্পানীর সহাকারী হিসাব রক্ষক রিফাত একটি মামলা দায়ের করেন। 
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির সুন্দলপুর মডেল ইউনিয়নের ছোটমোহাম্মদপুর নামকস্থানে মহাসড়কের পাশেই চায়না হোং লিয়ান ইন্ডাস্ট্রিজ বিডি লি:অবস্থিত। 
বৃহস্পতিবার গভীর রাতে ৮/১০জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দেয়াল টপকিয়ে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে এবং সেখানে থাকা প্রহরীসহ কর্মকর্তা কর্মচারীদের হাত পা বেধে কক্ষে আটকে রাখে।
এসময় চাইনিজ নাগরিক লো খান সু থেকে হোয়াইট গোল্ডের এক বরি ওজনের একটি চেইন যার মূল্য অনুমান ২ লাখ ১০ হাজার টাকা এবং নগদ ২০ হাজার টাকা, ফ্যাক্টরীর মার্কেটিং অসিার রবির সাথে থাকা মাল ক্রয়ের অতিরিক্ত ৪ লাখ ১৬ হাজার ৭ শত টাকা, কর্মী ইয়াছিন এর সাথে থাকা ৩ হাজার ২০০ টাকাসহ মানিব্যাগ নিয়ে নেয়। 
একাউন্টস্ রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঐ রুমে থাকা চেয়ার, টেবিল, ড্রয়ার ভাংচুর করে এবং কক্ষে থাকা একটি লোহার লকার তুলে নিয়ে যায়। যাহাতে নগদ ১৭ লাখ টাকা ছিলো এবং সেখানে থাকা ফ্যাক্টরীর প্রায় ২৭০০ কেজি এ্যালমুনিয়াম ভর্তি মিনি ট্রাকের ড্রাইভার ও হেলফারকে জিম্মি করে মহাসড়কে উঠে ঢাকার দিকে চলে যায়। 
ডাকাতদল চলে যাওয়ার পর, জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল করিলে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় হইতে লুন্ঠিত মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৯২৫৯) মালামালসহ উদ্ধার করে দাউদকান্দি থানায় নিয়ে আসে। 
শুক্রবার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অভিযান চালিয়ে লুন্ডিত মালামালসহ পিকাপ উদ্ধার করি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে কৃষক ও ছাত্রসহ ৫ জনের মৃত্যু
ফাহাদের বাড়িতে শোকের মাতম
আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি - হাজী ইয়াসিন
কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের গু*লি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২