রণবীর ঘোষ কিংকর।
অন্তর্বর্তীকালীন
সরকার এনসিপি’কে (জাতীয় নাগরিক পার্টি) তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে
মূল্যায়ন করছে। অথচ ওই দলটি এখনও নিবন্ধনই পায়নি- বলে মন্তব্য করেছেন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর
মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন- ছাত্রদের বৈষম্যবিরোধী
আন্দোলনের সময় তারা রাজনৈতিক দল করবে এমন কথা বলেনি। পরে তারা এনসিপি নামে
একটি রাজনৈতিক দল গঠন করেছে। এখনো রেজিস্ট্রেশন পায়নি। বিভিন্ন জায়গাতে এই
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ণ করছে। সরকার
রাজনৈতিক মাঠে বিএনপিকে প্রথম, জামায়াতে ইসলামকে দ্বিতীয় এবং এনসিপিকে
তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে
যথাযথ মূল্যায়ন করছে না।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কুমিল্লার
চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- পতিত
আওয়ামী লীগ সরকারের দোসররা এই দেশকে পুনরায় অস্থিতিশীল ও পরাভূত করার
ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত
ফ্যাসিস্ট দোসরদেরকে নিয়ে সরকার পরিচালনার জন্য চেষ্টা করছে। তাদেরকে
চিহ্নিত করে বহিষ্কার করুন। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন
সরকারকে নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেবে না। ডিসেম্বরের
মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন। অন্যথায় জনগণ
আপনাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।
অনুষ্ঠানে পৌর
এলডিপির সহ-সভাপতি আবদুস সামাদ কমিশনার এর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তৃতা
করেন উপজেলা এলডিপি সভাপতি এ.কে.এম সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক
অধ্যক্ষ আবু তাহের, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া,
সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
পৌর গণতান্ত্রিক ছাত্রদল সাধারণ সম্পাদক
মো. আরিফুর রহমান ও নাজমুল হাসান রনির সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা
করেন- উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ভূইয়া, পৌর
গণতান্ত্রিক যুবদল নেতা মো. মোরশেদুল হক, মো. বাকী বিল্লাহ্, পৌর
গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।