কুমিল্লার
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পৌরসভার স্বেচ্ছাসেবক দল নেতা
আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি
সদস্য মো.আনিছুর রহমান আনিছকে গ্রেপ্তার কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার
(২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রসুলপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে
গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিছুর রহমান আনিছ (৩৭) উপজেলার রসুলপুর
গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের
সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তার
আনিছ মেম্বারের বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায়
একাধিক মামলা রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনিছ মেম্বার
একজন সশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভূমিকায় ছিলেন। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে
হামলার অভিযোগ এবং রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক ভিডিও ফুটেজ
রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় এসে ইয়াবা
ব্যবসা, চাঁদাবাজি, জবরদখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ
(ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার
থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের
তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আনিছ মেম্বার রুবেল হত্যা মামলার
এজহারভুক্ত আসামি না হলেও তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্রে রুবেল
হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় তাকে
কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে রুবেল
হত্যা ছাড়াও মাদক, সন্ত্রাস, হামলা-মারামারি, চাঁদাবাজি, জবরদখলসহ নানা
অভিযোগে একাধিক মামলা আছে।