প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন
(৫০) এবং ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক করার অভিযোগে এনামুল হোসেন বাচ্চু নামে
আওয়ামীলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে লালমাই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক
অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেফতার জাহাঙ্গীর হোসেন উপজেলার পেরুল
উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। সে পেশায় একজন
সিএনজি অটো রিকশা চালক। আর এনামুল হোসেন বাচ্চু উপজেলার পেরুল উত্তর
ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের মৃত আবদুল ওয়াদুধের ছেলে। তিনি পেরুল উত্তর
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাড়াদৌলতপুর গ্রামের সর্দার।
প্রতিবন্ধীর
মা খোরশেদা বেগম বলেন, আমার মেয়েটা প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার দুপুরের পর
জাহাঙ্গীর ঘরের পিছনের জানালা দিয়ে ডাক দিলে মেয়ে বের হয়ে যায়। জাহাঙ্গীর
তাকে গ্রামের গার্ড বাড়ির একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়ে ঘরে এসে আমাকে
জানালে আমি গ্রামের সর্দার-মাতব্বরদের বিষয়টি জানাই।
তিনি আরো বলেন,
শুক্রবার সকাল ৭টায় উৎসবপদুয়ার সর্দার জয়নাল আবেদীন ও পাড়া দৌলতপুরের
সর্দার এনামুল হোসেন বাচ্চু গ্রামের চা দোকানে (মারিয়াম স্টোর) বসে
মাতব্বরদের নিয়ে জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কান ধরে উঠবস
করান। শালিসে রায় কার্যকরের ৫শ টাকা তাৎক্ষণিক জয়নাল সর্দারের কাছে জমা
দেওয়া হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন,
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর নামের একজনকে গ্রেফতার
করেছি। ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক করায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম সর্দার
এনামুল হোসেন বাচ্চুকেও আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।