মাসুদ পারভেজ।
ফ্যাসিস্ট
হাসিনা গত ১৭ বছর মানুষের উপর চালানো নির্যাতন এবং অত্যাচারের বর্ণনা বলে
শেষ করা যাবেনা। গত রাজনৈতিক সরকারের যত এমপি, মন্ত্রী এবং নেতাকর্মী ছিলেন
সকলে ছিলেন ইবলিশ। তাদের জন্ম হয়েছে ইবলিশের ঘরেই। তারা যত মিথ্যা কথা
বলতেন সেটি একমাত্র ইবলিশের দ্বারাই সম্ভব কোন মানুষের দ্বারায় না। আল্লাহর
কাছে শুকরিয়া আদায় করছি। জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাসহ ইবলিশরা দেশ
ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আমরা মুক্ত হয়েছি। আগামীতে শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের যে স্বর্ণযুগ ছিল দেশের ১৮ কোটি মানুষ আবারও সে স্বর্ণযুগ
ফিরে পেতে চায়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার ২নং উত্তর
দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াসিন এসব কথা
বলেন।
হাজী ইয়াসিন বলেন, তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডকে ঢেলে
সাজাতে হবে যাতে করে আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকে আস্থাশীল দল হিসেবে
গ্রহণ করে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিএনপি দেশের মাটি ও
মানুষের কাছে একটি আস্থার রাজনৈতিক দল । এ দলের অনেক আদর্শ এবং নৈতিকতা
রয়েছে আমাদেরকে সেটা ধরে রাখতে হবে এবং আগামী নির্বাচনে সরকার গঠনের
মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলার বিএনপি'র আহবায়ক রেজাউল কাইয়ুম।
এসময়
আরও বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম
রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক, এডভোকেট আলী আক্কাস,
মোস্তফা জামান, আদর্শ সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুকসহ
বিভিন্ন নেতৃবৃন্দ।