চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা’র দিক-নিদের্শনায় সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধার অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শ্রীপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আলমগীর নেওয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রাকিবুল হাসান মহব্বত, মোঃ আক্তার হোসেন, গাজী শহিদুল রহমান, আমিনুল ইসলাম ছুট্টু, মাইনুল আহসান মাসুদ, হাসান শাহরিয়ার খাঁ, সদস্য দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, ইলিয়াস পাটোয়ারী, জসিম উদ্দিন মুন্সী, বেলাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, পৌর বিএনপি নেতা বেলাল হোসেন মিয়াজী, পৌরসভার বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সামছুল হক, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ রানা সুজন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য এডভোকেট দিদার হোসেন, পৌর যুবদল নেতা কাজী জোবায়ের হোসেন, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ রাব্বিসহ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।