মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
ছয়দিনেও গ্রেপ্তার হয়নি সেই জাফরী!
পুলিশের নীরবতায় সাংবাদিক ও সুশীলদের ক্ষোভ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:১৭ এএম |


সাংবাদিক ও সুশীলদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিরকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া সেই জাফরীকে গত ছয়দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি! অজ্ঞাত কারণে পুলিশ নীরব রয়েছে। এতে ক্ষুব্ধ সাংবাদিক ও সুশীল সমাজ পুলিশ প্রশাসনের নীরবতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত ১৮ এপ্রিল কুমিল্লার লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারের (১৩) রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও তথ্য সংগ্রহের জন্য একদল অনুসন্ধানী সংবাদকর্মী ঘটনাস্থলে যান এবং সংবাদপ্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের লক্ষ্য করে ফেসবুকে লাগাতার অশালীন, অশোভন ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন ওই মাদ্রাসার পরিচালক আজিজুল ইসলামের মেয়ের জামাই মঈনুল ইসলাম জাফরী। 
তিনি সাংবাদিক ও সুশীলদেরকে উদ্দেশ্যে করে সর্বশেষ গত বুধবার (২৩ এপ্রিল) তাঁর ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লিখেন-“কলেজ ইউনিভার্সিটির ডাস্টবিন থেকে বেঁচে যাওয়া নবজাতক গুলো বড় হয়ে সাংবাদিক হয় নতুবা সুশীল নামক 
কুলাঙ্গার হয়”। বিষয়টি সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে ওইদিন সন্ধায় তাঁরা লাকসাম থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেন এবং মৌখিক অভিযোগ দেন। সাংবাদিকরা অভিযুক্ত মঈনুল ইসলাম জাফরীকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসি এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এদিকে ফেসবুকে দেওয়া জাফরীর অশালীন স্ট্যাটাসের প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায়  সাংবাদিক ও সুশীল সমাজ লাকসামে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে মঈনুল ইসলাম জাফরীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।
লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ বলেন, অভিযুক্ত জাফরীর কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের মর্যদাহানিসহ চরমভাবে আঘাত করেছে। অথচ অভিযোগ করার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন না! এ ছাড়া, বেঁধে দেওয়া সময় অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেননি! 
প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ জানান, শুক্রবার (২৫ এপ্রিল) রাতেও লাকসাম প্রেস ক্লাব এবংলাকসাম সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন গণমাধ্যমকর্মী লাকসাম থানায় যান। তাঁরা বিষয়টির অগ্রগতি জানতে চান। এ সময় পুলিশের নিস্ক্রিয়তায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তিনি।
লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বলেন, গত ছয়দিনেও সেই মঈনুল ইসলাম জাফরীকে গ্রেপ্তার না করায় সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। 
লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সােেব সভাপতি মো আবদুল কুদ্দুস বলেন, অনতিবিলম্বে অভিযুক্ত জাফরীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক। তা না হলে সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুশিয়ারী দেন তিনি।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা মুঠোফোনে বলেন, আপনারা থানায় লিখিত সাধারণ ডাইরী করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ সময় সংবাদকর্মীরা সামিয়ার মৃত্যু রহস্য উদঘাটনে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ৮০ ভাগ এগিয়েছে। 
তিনি আরও জানান, সামিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় রবিবার (২৭ এপ্রিল) রাতে তার মা শারমিন বেগম লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার লাকসাম পৌরসভা কার্যালয় সংলগ্ন ইক্বরা মহিলা মাদ্রাসার পাঁচতলা ভবনের পাশে পৌরসভা সড়কের ওপর থেকে ওই মাদ্রাসার শিক্ষার্থী সামিয়া আক্তারকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করেন। পরদিন শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধিসহ ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের সাফল্য
কুমিল্লায় সড়ক নির্মানে যুবলীগ নেতার অনিয়ম: তদন্তে দুদকের অভিযান
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে কৃষক ও ছাত্রসহ ৫ জনের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের গু*লি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন
কুমিল্লায় সড়ক নির্মানে যুবলীগ নেতার অনিয়ম: তদন্তে দুদকের অভিযান
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
ফাহাদের বাড়িতে শোকের মাতম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২