হোমনা প্রতিনিধি: ঐতিহ্যবাহী চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১১৬তম আসরে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার উপজেলার মনিপুর গ্রামের" বাঘা শরীফ। গতবছরও তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।
সোমবার ২৮ এপ্রিল দুপুরে উপজেলা সমন্বয় সভাশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শহীদ উল্লাহ, হোমনা থানার এসআই মো.এহসান আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মো.শাহ জাহান মোল্লা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম,থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, ক্রীড়াবীদ মো. সফিকুল ইসলাম মুন্না, সাংবাদিক ও ধারাভাষ্যকার কবি দেলোয়ার প্রমুখ।
পরে বাঘা শরীফের হাত ২০ হাজার টাকা ও ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও ক্ষেমালিকা চাকমা।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ,উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।