প্রগতিশীল
গনতান্ত্রিক ফোরাম এর উদ্যোগে মহামতি লেনিন এর ১৫৪ তম জন্মবার্ষিকীতে
"লেনিন দিবস" উদযাপন হয় আজ ২৯.০৪.২৫ সন্ধ্যা ৭ টায় যুব ইউনিয়ন কার্যালয়ে।
একটি বিশ্লেষণ ধর্মী লেখা তৈরি করেন সাবেক ছাত্র ও যুব নেতা বিপ্লব
মজুমদার। উল্লেখ্য: গত ২২ তারিখ ছিল লেনিন এর জন্মদিন। প্রগতিশীল
গনতান্ত্রিক ফোরাম এর সমন্বয়ক শেখ আবদুল মান্নান এর সভাপতিত্বে ও বিপ্লব
মজুমদার এর সঞ্চালনায় মূল বিশ্লেষণ ধর্মী লেখা পড়ে শোনান সাবেক ছাত্র ও
যুব নেতা বিপ্লব মজুমদার। উল্লেখ্য: গত ২২ তারিখ ছিল কমরেড মহামতি লেনিন।
মহামতি
লেনিন সোভিয়েত ইউনিয়ন এর প্রেসিডেন্ট হয়ে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র
উপহার দেন পৃথিবী কে। শোষিত নিপীড়িত মানুষের মহানায়ক ছিলেন লেনিন। মার্কস
-এঙ্গেলস এর যে বৈজ্ঞানিক তত্ব তা বাস্তবে রূপ দান করেন লেনিন। লেনিন এখন
এবং সবসময় প্রাসঙ্গিক। যতদিন শোষন ও শোষিত নিপীড়িত মানুষ থাকতে ততদিন তিনি
বেঁচে থাকবেন। লাল সালাম কমরেড ভ্লাদিমির ইলিয়াচ লেনিন।
বক্তব্য রাখেন
সাবেক ছাত্র ও যুব নেতা সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মো
সেলিম, বাসদ এর জেলা সমন্বয়ক কমরেড মো: আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা
ফরিদ উদ্দিন আহমেদ, সিপিবি নেতা শহিদুল ইসলাম,অধ্যাপক নিখিল দাস, উদীচীর
কুমিল্লা জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারণ, অধ্যাপক আমির
হোসেন, সাংস্কৃতি সংসদ এর সভাপতি আবুল কাসেম,নারীনেত্রী শাহানা হক, যুব
ইউনিয়ন এর সভাপতি জুনায়েদ রায়হান, উদীচী নেত্রী রত্না সাহা, শিক্ষক নেতা
শান্তি ভূষন দেবনাথ প্রমূখ।