কুমিল্লায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। গতকাল সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। চীন থেকে প্রশিক্ষিত একঝাঁক নবীন-প্রবীন অ্যাক্রোবেটিক শিল্পী প্রদর্শনীতে অংশ গ্রহণ করে।
বিনা টিকেটের প্রদর্শনীতে বিস্মিত হয়েছেন দর্শকরা।
জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বদরুল হুদা জেনু,
জাহিদুর রহমান মামুন,বেলায়েত হোসেন কনক, ইশতিয়াক আহমেদ পল্লব,মাসুদ মজুমদার, খোকন চন্দ, এডভোকেট দীলিপ কুমার চন্দ। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, বিশ্বের অন্যতম শিল্পমাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প বাঁচিয়ে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল দেশের ৬৪ জেলায় এই প্রদর্শনী নিয়ে যাচ্ছে। দলের ৩০ জন শিল্পী প্রায় দুই ঘণ্টাব্যাপী নানা শারীরিক কসরত প্রদর্শন করে। এতে বিস্মিত হয় দর্শকরা।