কাভার্ডভ্যানের
ভেতর সোজা, চেয়ার, টেবিলসহ নানা ফার্ণিচারসহ কাঠ। বন বিভাগের অভিযানে
কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় এসব কাঠ অবৈধ। পরে
তা নিয়ে আসা হয়েছে বন বিভাগের কার্যালয়ে। মঙ্গলবার (২৯ এপ্রিল) এই অভিযান
করে কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন
কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনের মহাসড়কে অবৈধ
সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্র বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। বন বিভাগের
চোখ ফাঁকি দিতে কাভার্ডভ্যান যোগে এসব কাঠ ও আসবাবপত্র পাচার করা হচ্ছিল।
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক মহাসড়কের পার্শ্বে গাড়ি
ফেলে পালিয়ে যায়। অবৈধ কাঠ ও আসবাবপত্র পরিবাহী কাভার্ড ভ্যান
নং-ঢাকা-মেট্রো-ট-১১-৫১৪২ আটক করে কুমিল্লা নগরীর শাকতলায় বিভাগীয় বন
কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা
সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো.
হুমায়ুন কবীর জানান, অভিযানে আটককৃত অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রের
মূল্য আনুমানিক আট লাখ টাকা। স্টেশন কর্মকর্তাকে যথাযথ সাপোর্ট প্রদান করা
হলে তিনি এ অভিযান আরও বেগবান করতে সক্ষম হবেন এবং সরকারের রাজস্ব আয়
বৃদ্ধি পাবে। অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্র সমূহ চট্টগ্রামের বিভিন্ন
এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে কাভার্ডভ্যান যোগে কৌশলে ঢাকায় পাচার করা
হচ্ছিল।