স্টাফ রিপোর্টার।। কুমিল্লা ইউসুফ হাই স্কুলের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী শাহিন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। নুরুন্নবী শাহিন স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ বহুগুনগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
গত রবিবার সকালে কুমিল্লা শহরের বজ্রপুরস্থ বাসার বাথরুমের সেফটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাসের আগুন ছড়িয়ে পড়লে নুরুন্নবী শাহিনের শরীরের ৩৮ শতাংশ পুড়ে যায়। পুড়ে যায় শ্বাসনালীরও কিছু অংশ। তিনি ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির আশা করলেও পরে তার অবস্থার অবনতি হয়।
ঠাকুরপাড়া মদিনা মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং দারোগাবাড়ি মাজার শরীফ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং জগন্নাথপুর ইউনিয়নের আনন্দপুরে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দারোগাবাড়ি মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজার পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।