মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪
১২ অগ্রহায়ণ ১৪৩১
সদরের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময়
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম আপডেট: ৩০.১২.২০২১ ১২:১৭ এএম |

কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তারা দলের কাছে চায় না বরং দলকে দেয়। ২৩ বছর দলে আমার নাম লেখা হয়নি। আওয়ামী লীগ ছেড়ে যাইনি। কুমিল্লায় ৫০ বছর ধরে সততার সাথে রাজনীতি করেছি। মানুষের হক নষ্ট করিনি। আজকে দলে নবাগত অনেকে আমার সাথে আছেন। তাঁদের সাথে রাখলেও দলের ত্যাগী কর্মীদের আমি ভুলি নাই। যেখানেই সুযোগ হয়েছে তাদের নাম লিখে দিয়েছি। ইউপি নির্বাচনে কেউ পাশ করেছে আবার কেউ ফেল করেছে। এই পাস-ফেল দুইটির অংশীদার আমি। কারণ পাশ -ফেল যাঁরা করেছেন অধিকাংশই আমার দলের কর্মী। আমি সবাইকে নিয়ে রাজনীতি করব। পাস করে কেউ রাজ্য জয় করেছেন এমনটা ভাববেন না। মামলা -হামলা করে কাউকে হয়রানী করলে ছাড় পাবে না।
বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগের কার্যলয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফ্লোরে  আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদর উপজেলার ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি এসব কথা বলেন। এসময় নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ মেম্বারা উপস্থিত ছিলেন।
আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল। আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ইকবাল হোসেন বাহালুল, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম, দুর্গাপুর উত্তর  ইউপি মেম্বার আজাদ রহমান, পাঁচথুবী ইউপি মহিলা মেম্বার ইয়াছমিন আক্তার।
এসময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহ্মুদ সহিদ,জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল।  এসময় মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২