শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
২৯ অগ্রহায়ণ ১৪৩১
যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না
কুমিল্লায় ইমাম সমাবেশে এলজিআরডি মন্ত্রী
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:২৬ এএম |


যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, ইসলাম কোন মানবতাবিরোধী কাজে সমর্থন করে না। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। কোন সুস্থ মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না।
শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয় -করণীয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের ভালোর জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। ইমামরা সমাজের জন্য অনুকরণীয়।
কুমিল্লার মনোহরগঞ্জে আয়োজিত  স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় করনীয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি এসবকথা বলেন।
মন্ত্রী বলেন, ইসলাম ধর্ম সকল ধর্মের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে। সবাই মিলে সহ অবস্থানে থাকতে বলেছে। ইসলামি অনুশাসনের মাধ্যমে  সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে।
তিনি বলেন, ইমামদের সব সময় সচেষ্ট থাকতে হবে যেন ইসলামের নামে যেন কেউ হটকারি কিছু করতে না পারে। তিনি আরো বলেন, আমাদের শিক্ষা-দীক্ষায় অগ্রসর হতে হবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
মোঃ তাজুল ইসলাম বলেন, ইমামতির বাহিরেও ইমামরা ইসলামী বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। কুরআনে আমাদের জীবন বিধানের সকল বিষয় স্পষ্টভাবে রয়েছে।  কুরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদের সাবধান হতে হবে। ইমামগণ ইসলামের ভূল ব্যাখা রোধে বড় ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি আরও উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।  মদ, জুয়া এগুলো নিষিদ্ধ করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম বলেন ইমামরা জঙ্গিবাদ, মাদক ও অন্যান্য সামাজিক সমস্যার সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন  কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ওবায়দুল হক তারেক এবং ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২