প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ পিএম আপডেট: ৩১.১২.২০২২ ১২:৫১ পিএম |
শরিফুল রাজ ও পরীমণিকে বলা হয় বছরের সবচেয়ে চাঞ্চল্যকর তারকা দম্পতি। বছরজুড়ে তারা ছিলেন নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
বছরের শেষ দিনের প্রথম প্রহরে (৩১ ডিসেম্বর রাত পৌনে ১টা) এসে যেন সেই বিশেষণের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত চরিত্র পরী। সাফ সাফ বলে দিলেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
ব্যাস, মুহূর্তেই খবরটি দাবানল হয়ে ছড়িয়ে পড়লো সোশ্যাল হ্যান্ডেল হয়ে ঢালিউডের ঘরে ঘরে।
পরীমণি তার ফেসবুক প্রোফাইলে এই ঘোষণার আগে সবাইকে বছরের শেষ দিনের শুভেচ্ছা জানান। জানান- হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! এরপরই রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাটি দেন।
শেষে বলেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আই অ্যাম টায়ার্ড। প্লিজ ফরগিভ মি।’ অন্যদিকে শরিফুল রাজের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বলা দরকার, এর আগেও রাজকে ঘিরে একাধিক নেতিবাচক পোস্ট দিয়েছেন পরীমণি। পরে সেটি ঠিকও হয়ে গেছে। বিপরীতে রাজ ছিলেন বরাবরই নীরব। তবে বছরের শেষ দিনে পরীমণি যেভাবে ‘ছুটি’র ঘোষণা দিলেন রাজকে, সেটি আদৌ কতোটা বাস্তবে ঘটে, দেখার বিষয়।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সর্বশেষ ছবি হিসেবে পরীমণি শুটিং করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার।