নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মূক বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র
হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ২৯ জানুয়ারী রবিবার দুপুরে স্কুল
প্রাঙ্গনে তাদের হাতে কম্বল তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। জেলা প্রশাসকের প্রত্যক্ষ সহযোগিতায় এ
শীতবস্ত্র বিতরণ করা হয়। কুমিল্লা মূক-বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক
সৈয়দ মাজেদুল হক কামরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা
কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম মিজানুর রহমান খান, সদর দক্ষিণ উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭
নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ। এসময় ৫০জন শিক্ষার্থী ও বধির
প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।