প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৭:০৭ পিএম |
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথমবারের মতো ঢাকায় খেলতে এসেছে ম্যারাডোনা-মেসিদের দেশ আর্জেন্টিনা। প্রায় দুই দিনের ভ্রমণ শেষে ঢাকায় ফিরে বিশ্রামে ছিল দল। আজই প্রথম অনুশীলনে করেছে সাদা-আকাশীরা। উৎসুক জনতাও ভিড় করেছে তাদের দেখতে। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের অভিবাদনেও তারা সাড়া দিয়েছেন হাসিমুখে। তবে দুঃসংবাদ হলো প্রথম দিনের অনুশীলনে তাদের একজন খেলোয়াড় চোটে পড়েছেন।
পল্টনে কাবাডি স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে দলটির হেড কোচ রিকার্দো আকুনা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজই প্রথম অনুশীলনে নামলাম। এখানে অনেক গরম। আর্দ্রতাও অনেক। তবে সমস্যা দেখছি না। আর্জেন্টিনাতেও এখন গ্রীষ্মকাল। তবে অনুশীলনে আমাদের একজন ব্যথা পেয়েছে। তবে বাকি ১১ জন সুস্থ আছে।’
ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা অন্যরকম। তাই তো আর্জেন্টিনা কাবাডি দলকে দেখতে অনেকেই ভিড় করছেন মাঠে। ৫৪ বছর বয়সী আকুনা তা ভালোভাবেই নিচ্ছেন, ‘বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। যারাই আমাদের সঙ্গে দেখা করতে আসছে, তাদের ভালোভাবে নিচ্ছি। অভিবাদনের জবাব দিচ্ছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আর্জেন্টিনাও ভালোবাসে।’
কয়েকজন খেলোয়াড় মেসিদের জার্সি পরে অনুশীলন করেছেন। আকুনা বলেন, ‘আর্জেন্টিনায় ফুটবল তুমুল জনপ্রিয়। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়নও, তাই ফুটবলের জার্সি পরেই অনুশীলন করেছে অনেকে।’
দলটির ৭ খেলোয়াড় প্রথমবারের মতো এশিয়ার কোনও দেশে এসেছেন। তবে যারাই এসেছেন, এই দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ঢাকার টুর্নামেন্টে এক বা দুটি ম্যাচ জিততে পারলে খুশি হবেন আকুনা, ‘খাবারদাবার ভালো। আমাদের ৭ খেলোয়াড় প্রথম এশিয়ার কোনও দেশে এসেছে। আমরা এখানে এক বা দুটি ম্যাচ জিতে স্মরণীয় হয়ে থাকতে চাই। প্রতিপক্ষ যেই থাকুক না কেন।’
এই সোমবার থেকে ১২টি দেশ নিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে।