পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন বাজারে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হ্যান্ড মাইকের মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ, ওজনে কম না দেওয়া ও অযৌক্তিক মূল্য বাড়িয়ে ভোক্তাদের কষ্ট না দিতে নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
তিনি জানান, শনিবার (১৮মার্চ) অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর রাজগঞ্জ বাজার এলাকার মাছ, মাংস, মুরগী, মুদি, সবজি, কসমেটিক, ফল, খেঁজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অন্যায্য মূল্যে মুরগী বিক্রি করায় বক্শি ব্রয়লার হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ কসমেটিক ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করায় পরশমনি এন্টার প্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন বিদেশী খাদ্য পণ্য বিক্রি করায় নিউ দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এছাড়াও অভিযানকালে মাছে অপদ্রব্য মেশানো হচ্ছে কিনা, ওজনে কারচুপি করা হচ্ছে কিনা, খাসী বলে ছাগির মাংস দেওয়া হচ্ছে কিনা তদারকি করা হয়। রমজানে বেশি ব্যবহৃত হওয়া লেবু, শসা, বেগুন, টমেটো, কাঁচা মরিচ প্রভৃতি সবজির ক্রয় ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মুনাফা করা নির্দেশনা দেওয়া হয় বলেও জানান তিনি।
আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।