দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে ফেনসিডিল, ইয়াবা ও বিদেশী মদসহ মো: আবু হানিফ (৩৮) নামের ১ জনকে আটক করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা এবং ১১ বোতল বিদেশী মদসহ ১জনকে আটক করা হয়। এসময় রাস্তায় দন্ডায়মান একটি জিপ গাড়ি এবং নম্বরবিহীন একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মৃত নাছির উদ্দিনের ছেলে মো: আবু হানিফ। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।