এশিয়ান
গেমসের প্রস্তুতি ম্যাচগুলো ঘটা করে খুব একটা খেলা হয় না। বেশির ভাগ সময়ই
নিজেরা ভাগ হয়ে ম্যাচ খেলে থাকে। এশিয়া কাপের দল এবার একটু বেশিই সুযোগ
পাচ্ছে ম্যাচ খেলার। গেমসের স্কোয়াড চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প করছে
বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ম্যাচ খেলার জন্য।
একটি ৫০ ওভারের ও তিনটি ২০
ওভারের ম্যাচ খেলবে দু’দল। ১৪ সেপ্টেম্বর হবে একমাত্র ওয়ানডে ম্যাচটি। ৫০
ওভারের ম্যাচ খেলার কারণ হলো জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে সুযোগ করে
দেওয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলানো হতে পারে তাদের। টি২০
ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২০ সেপ্টেম্বর। এশিয়ান গেমসের দলের প্রস্তুতি
সম্পন্ন হবে এ ম্যাচগুলো দিয়ে। গেমসের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল দেশ
ছাড়তে পারে ২৩ সেপ্টেম্বর।