কুমিল্লা এপসম ম্যাডিকেল সার্ভিসেস, নগরীর বাদুরতলায় এই ডায়গনস্টিক সেন্টারটির শ্লোগান হিসেবে লেখা - আপনার সুস্বাস্থ্যের প্রথম ধাপ। অথচ প্রতিষ্ঠান পরিচালনার প্রথম ধাপ লাইসেন্সই নেই প্রতিষ্ঠানটির। কেয়ার ওয়ান ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার নাম হলেও সেখানে গিয়ে পাওয়া যায় নি কোন ডাক্তার।
স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হলেও - দুটি প্রতিষ্ঠানেই গিয়ে পাওয়া যায়নি কোন চিকিৎসক। সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়েও বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানগুলোর আবার নেই কোন লাইসেন্স। এমন নানান অনিয়ম নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঝাউতলা তেই স্বাস্থ্য সেবা চালিয়ে যাচ্ছিল কুমিল্লা এপসম মেডিকেল সার্ভিসেস ও কেয়ার ওয়ান নামে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। ভ্রাম্যমান আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার দু'টিকেই সিলগালা ও আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীর নেতৃত্বে এই ভগমান আদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম ও মেহেদী হাসান।
মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম জানান, দুই টি প্রতিষ্ঠানেরই স্বাস্থ্য সেবা পরিচালনার লাইসেন্স ছিল না। এছাড়া সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়ে বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে আসছিল এসব প্রতিষ্ঠান। ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়া ছাড়াও প্রতিষ্ঠান গুলোর মান অসন্তোষজনক হওয়ায় তাদেরকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না করে এসব প্রতিষ্ঠান খুলতে পারবে না।