কুমিল্লার লালমাই উপজেলায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত ৪০টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার
১৮ সেপ্টেম্বর সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট নাছরীন আক্তার এর নেতৃত্বে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের
হাজতখোলা বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান
আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট নাছরীন আক্তার বলেন, একটি চক্র উপজেলার হাজতখোলা বাজারে ২৩
শতক সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে দোকান নির্মান করে ব্যবসা করে আসছিল।
সোমবার সকালে অভিযান চালিয়ে মহিষবন্ধ মৌজার ১নং খতিয়ানের ১২৫,১২৬,১২৭ দাগের
২৩ শতক সরকারি খাস জায়গায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ৪০টি দোকান
উচ্ছেদ করা হয়। তিনি বলেন উপজেলায় সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে অভিযান
অব্যাহত থাকবে।
এসময় ভূলইন উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান কবীর,
সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, ভূশ্চি ফাঁড়ি থানা ইনচার্জ জহিরুল ইসলাম,
ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।