প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৫ পিএম |
ছবি: সংগৃহীত
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমি আক্তার সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার তার সঙ্গে ছিল পাঁচ বছরের ছেলে শাহিদ দুই বছরের সিয়াম। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। এতে গাদায় চাপা পড়েন দুই সন্তানসহ সুমি আক্তার। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।