ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে
ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী
এলাকা শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি অনন্তপুর থেকে তা উদ্ধার করা হয়।
থানা
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী পুলিশ
পরিদর্শক (এসআই) শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সীমান্তবর্তী এলাকা
শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়
পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্তপুর-দারেশ্বর পাকা রাস্তার উপর দুইজন মাদক
কারবারি দুই বস্তা গাঁজা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের ফেলে যাওয়া
দুই বস্তায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ (ওসি)
শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া
থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে