গতকাল
সোমবার দুপুরে (১৩ নভেম্বর'২৩) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের
উচ্চমাধ্যমিক শাখার ১০তলা বিশিষ্ট বহুতল ভবন ও শেরে বাংলা ছাত্রী নিবাসে
পাঁচতলা ভবন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।
১০ তলা বিশিষ্ট বহুতল মাল্টিপারপাস ভবনে নির্মাণে ১৩ কোটি টাকা ব্যয় হয়।
অপরদিকে শেরে বাংলা ছাত্রীনিবাসের পাঁচতলা ভবনে নিমার্ণে ব্যয় হয় পাঁচ কোটি
টাকা।
ভিক্টোরিয়া কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক
রিফাত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো আলী ইমাম,
উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ
সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।
সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
এদিকে
গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের নয় কোটি টাকা
ব্যয়ে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি বাহার। এসময় কলেজ
অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আলী ইমাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় এমপি বাহার সরকারি মহিলা কলেজ ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১০০০
সিট বিশিষ্ট ১০ তলা ভবনের কাজ পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শেষ করার তাগিদ
দেন।