কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ১৩ নভেম্বর উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান
চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ আকাশ (২৮) ও মোঃ রাসেল মিয়া (২৪) নামে ২ জনকে
গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে এস আই মোঃ মিলন মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মাধবপুর
ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় মাধপপুর ইউনিয়নের (মাধবপুর -
বাঙ্গরাবাজার) মিরপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার বাড়ীর দক্ষিণ
পাশে রাস্তার উপর হইতে মোঃ আকাশ ও মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করে। এসময়
পুলিশ তাদের দখল হইতে ৪ কেজি গাঁজাসহ ১ মোটর সাইকেল জব্দ করে।
গ্রেফতারকৃত
মোঃ আকাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার গ্রামের মোঃ মতি মিয়ার
ছেলে এবং মোঃ রাসেল মিয়া একই এলাকার পানিয়রুপ গ্রামের নুরে আলমের ছেলে।
এব্যপারে
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন,
আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।